মনে করা হচ্ছে অলিম্পিক হতে পারে জাপানের বসন্তে। ওইসময়ে অলিম্পিক নিয়ে কো অসন্তোষ প্রকাশ করেছেন।
লন্ডন: করোনা ভাইরাসের দাপটে বিশ্বের সকল অ্যাথলিটরা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছেন, সেই কারণেই টোকিও অলিম্পিক স্থগিত হয়ে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এমনটাই জানালেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো।
তিনি টকস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “এরকম অবস্থার মধ্যে জাপানে অলিম্পিক হলে সেটি সবদিক থেকেই অ্যাথলিটদের প্রতি সঠিক বিচার হতো না। কারণ সব দেশের প্রশাসনের নির্দেশ, তাদের আইন মেনে চলাও আমাদের কর্তব্য। এই ভাবে কোনও দেশের প্রশাসনিক নিয়ম ভাঙা অপরাধও। তাই সবদিক থেকেই একবছর অলিম্পিক পিছিয়ে দেওয়া সঠিক সিদ্ধান্তই।
“প্রতিটি অ্যাথলিটই একটি পরিবারের সদস্য। এটা শুধু তাদের একারই প্রশিক্ষণ কর্মসূচীর বিষয় নয়, এর সঙ্গে সংক্রমণেরও বিষয় জড়িয়ে রয়েছে। তাদের বাবা, মা রয়েছেন, পরিবারের বাকি সদস্যরা আছেন, এমনকি অনেকের সন্তানও রয়েছে। তাই তাদের কথা ভেবে অ্যাথলিটদেরও অনেক সতর্ক থাকতে হয়।”
সেবাস্তিয়ান কো
এমনকি টোকিও অলিম্পিকের পরের বছর সূচী নিয়েও সন্তুষ্ট নন সেবাস্তিয়ান। আন্তর্জাতিক অ্যাথলিট সংস্থার শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগামী বছর কবে নাগাদ অলিম্পিক হবে, সেটিও আইওসি-র (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি) তরফে জানানো হয়নি।
যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, ‘‘২০২১ অলিম্পিক্স হবে গরমের আগেই।’’ ক্রীড়ামহলের ধারণা, মনে করা হচ্ছে অলিম্পিক হতে পারে জাপানের বসন্তে। ওইসময়ে অবশ্য অলিম্পিক নিয়ে কো অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ওইসময় অ্যাথলিটদের সুবিধে হবে কে বলেছে? অলিম্পিক কবে হবে, সেটি জানিয়ে দিতে পারলে ভাল হতো। কারণ আগামী বছর আগস্ট মাসে বিশ্ব অ্যাথলেটিক্স হওয়ার কথা রয়েছে। কো মনে করছেন, অলিম্পিকের সূচী যতক্ষণ না আইওসি জানাচ্ছে, ততদিন বাকি অ্যাথলেটিক্স সূচী ঠিক করা যাবে না।
এ দিকে, অলিম্পিক্স বাতিল হওয়ায় জাপান ইতিমধ্যেই ১২ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮৯,৮৫১ কোটি টাকারও বেশি) বিনিয়োগ করেছে। তাই এই ক্ষতি নিয়েও কথা উঠছে।
পাশাপাশি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে অস্থিরতাও সবার আগে উঠে আসছে। বিশ্বে প্রায় ৩১ হাজার মানুষ কোভিড ১৯ সংক্রামিত হয়ে মারা গিয়েছেন।