সংক্রমণ রোখার লক্ষ্যে বিশ্বের অনেক দেশেই লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সবার মনোবল বাড়ানোর লক্ষ্যেই গান গাইলেন ব্র্যাভো।
মুম্বাই : সারা বিশ্ব এই সময় ত্রস্ত্র। খেলার দুনিয়াও তার বাইরে নেই। এবার করোনা ভাইরাস নিয়ে গান বেঁধে সারা বিশ্বকে চমকে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো।
তিনি সোশ্যাল মিডিয়ায় সেই নতুন গানের ভিডিও আপলোড করেছেন। সেই সঙ্গে এই অলরাউন্ডার লিখেছেন, ‘‘দুনিয়া জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও, আমরা ভেঙে পড়ছি না। চলুন, সবাই একসঙ্গে লড়াই করি। এই রোগের প্রাদুর্ভাবের সময় একটি ইতিবাচক গান গাই।’’
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,০১, ৫৩৬ জন। মৃত্যু হয়েছে প্রায় ২৭ হাজারের বেশি মানুষের। সেরে উঠেছেন ১,৩৩, ৪৫৪ জন।
সংক্রমণ রোখার লক্ষ্যে বিশ্বের অনেক দেশেই লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সবার মনোবল বাড়ানোর লক্ষ্যেই গান গাইলেন ব্র্যাভো। একইসঙ্গে তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়া, বাড়ির বাইরে না যাওয়ার মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছেন।
ব্র্যাভোর মতোই আরও অনেকে করোনা ভাইরাস মোকাবিলায় গান বেঁধেছেন। নিউজিল্যান্ডের ক্রিকেটার ইস সোধিও গান গেয়েছেন। বিশ্বের সব দেশের তারকাই এই পরিস্থিতিতে সবাইকে বাড়িতে থাকা এবং নিয়মিত হাত পরিষ্কার করার কথা বলেছেন।
আমেরিকায় স্বেচ্ছাবন্দী শাকিব
করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের নামী ক্রিকেটার শাকিব আল হাসান স্বেচ্ছাবন্দীতে রয়েছেন। বর্তমানে মার্কিন মুলুকে স্ত্রী-কন্যার থেকে আলাদা হয়ে হোটেলে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন এই বিশ্বখ্যাত অলরাউন্ডার।
সম্প্রতি আমেরিকায় গিয়েছেন শাকিব। সেখানেই রয়েছেন স্ত্রী উমে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান। যদিও আমেরিকায় পৌঁছে পরিবারের কথা ভেবে তাঁদের কাছে না গিয়ে অন্যত্র হোটেলে উঠে নিজেকে আইসোলেশনে রেখেছেন। তিনি মনে করছেন, যেহেতু বিমানে এসেছেন, সেই কারণে সংক্রমণের সমস্যা থাকতেই পারে। তাই এই বাড়তি ঝুঁকি নিয়ে কন্যা ও স্ত্রীকে নিজের সঙ্গে রাখতে চাননি। কাছে থেকেও তিনি কন্যা ও স্ত্রীয়ের থেকে দূরে রয়েছেন। তাঁর ধারণা, এই আত্মত্যাগ তাঁকে বাকি জীবনে আরও ভাল লাগবে।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেন ৩২ বছরের নামী ক্রিকেটার। সেখানে শাকিব বলেন, ‘‘বিমানে আসায় ভাইরাস সংক্রমণের একটি ঝুঁকি ছিল। তাই আমি সিদ্ধান্ত নিই নিজেকে আলাদা করে রাখব। মেয়েকে দেখতে পাচ্ছি না, এটা ভীষণই বেদনাদায়ক। তবে, এই পরিস্থিততে এই আত্মত্যাগ প্রয়োজন।’’
তিনি অনুরোধ করেন, কেউ যাতে অযথা আতঙ্কিত না হয়ে পড়েন। কারণ শাকিবের মতে, এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। পাশাপাশি, সকলকে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেন তিনি।