নিউ দিল্লি : করোনা ভাইরাসের দাপটে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে ১৫ এপ্রিলের আগে পর্যন্ত আইপিএল শুরু করা যাবে না।
আইপিএল শুরু হওয়ার কথা ছিল এবার ২৯ মার্চ। বিসিসিআই এই মর্মে চিঠি দিয়ে সব ফ্রাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্র সরকারও জানিয়ে দিয়েছে, ১৫ এপ্রিলের আগে কোনও বিদেশীই ভারতে আসার ভিসা পাবেন না।
ভারতে ইতিমধ্যেই এসে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তাঁরা এসে যাওয়ায় ভিসা পাওয়া নিয়ে তাদের কোনও সমস্যা নেই। কিন্তু আইপিএলের বাকি বিদেশীরা না এলে টুর্নামেন্ট সেই জৌলুষ হারাবে। এমনকি কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকও জানিয়ে দিয়েছে, দর্শক সমাগম হয়, এমন কোনও খেলার আসর কিংবা অন্য কোনও জমায়েত করা যাবে না।
বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, করোনাভাইরাসজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিসিসিআই সংশ্লিষ্ট সকলপক্ষ এবং সাধারণ মানুষের স্বার্থ সম্পর্কে সচেতন ও স্পর্শকাতর। অনুরাগী সহ আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপদ ক্রিকেট অভিজ্ঞতা নিশ্চিত করতে বোর্ড সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে বোর্ড সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারত সরকার এখন তটস্থ। বিদেশী আসা-যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোর মনোভাব নিয়েছে তারা। ফলে বিদেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর এদিন দিল্লি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে দিল্লিতে আইপিএলের কোনও ম্যাচই হবে না। মহারাষ্ট্র সরকারও আইপিএলের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই।
এদিকে, দিল্লি সরকার আইপিলের কোনও ম্যাচ না হওয়ার ঘোষণার পর দিল্লির ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সমস্যা দেখা দেয়। বোর্ড অন্য কেন্দ্র খুঁজতেও শুরু করে। কিন্তু সরকার কঠোর মনোভাব নেওয়ায় বিসিসিআই পিছু হটতে বাধ্য হল।