নিউ দিল্লি : করোনা ভাইরাস সতর্কতায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ ভারতীয় ক্রিকেটাররাও নিজেদের মতো করে প্রস্তুতি নিলেন, সেই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার৷
তিনি জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যবহৃত বলে মুখের লালা যথসম্ভব কম লাগাবেন তাঁরা৷
সারা বিশ্বে এক লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের।
ভারতেও ৬০ জনের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। বেঙ্গালুরু এবং দিল্লিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে করোনা।
কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং রাজস্থানেও করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে।
তবে এ বিষয়ে দলের চিকিৎসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভুবনেশ্বর৷
সাধারণত বলের একটি দিক চকচকে রাখতে তাতে ক্রমাগত থুতু বা মুখের লালা ব্যবহার করেন ক্রিকেটাররা৷ কিন্তু করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় সে বিষয়ে সতর্ক হচ্ছে ভারতীয় দল৷ কারণ থুতু থেকেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে৷
ভুবনেশ্বর বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা ভেবেছি ঠিকই৷ কিন্তু এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি৷ কারণ বলে লালা না লাগালে একদিক চকচকে থাকবে না৷ তখন আমরা অনেক রান দিয়ে ফেলব৷ আর সেক্ষেত্রে আপনারাই আমাদের সমালোচনা করবেন৷’
প্রসঙ্গত, নিউ জিল্যান্ডের সাথে টি টোয়েন্টি ,ওয়ান -ডে এবং টেস্টের পরেই ১২ মার্চ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। ইডেন গার্ডেনে এই সিরিজটির একটি ম্যাচ হতে চলেছে।
যদিও একটি বড় খবর শোনা যাচ্ছে যে ভারতীয় দলের খেলোয়াড়রা ওয়ান-ডে, টেস্ট সিরিজের আগে ফিটনেস টেস্ট দেবে। সমস্ত ভারতীয় ক্রিকেটারদের বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস টেস্ট দিতে হবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। এখন প্রশ্ন হঠাৎ করে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফিটনেস টেস্টের প্রয়োজন কেন হচ্ছে?
সাধারণত খেলোয়াড় ফিটনেস পরীক্ষার পরে বাছাই করা হয়। অনেকেই মনে করছেন এই পরীক্ষার মাধ্যমে কোনও ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ রয়েছেন কিনা, সেটি দেখে নেওয়া হবে। কারণ অনেক ক্রিকেটারই কিউই সফরে যাননি। তাঁরা কে কী অবস্থায় রয়েছেন, সেটি জানার কারণেই বিসিসিআই এই পরীক্ষা সারতে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দল বেঙ্গালুরু আসে, এবং সেখান থেকে ধর্মশালার উদ্দেশ্যে রওনা দেয়,যেখানে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হবে। বিষয়টি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাঁরা আলোচনা করছেন, তা স্বীকার করে নিয়েছেন ভুবনেশ্বর৷ দলের চিকিৎসকের সঙ্গে আলোচনার পর বুধবরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
করোনার প্রভাব থেকে বাঁচতে ক্রিকেটারদের, ভক্তদের থেকেও দূরে রাখা হতে পারে বলে বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছিল। কিন্ত তাঁদের পক্ষে ভক্তদের সঙ্গে দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলেই জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তা বলে ফ্যানদের খুব কাছেও তাঁরা যাবেন না বলে জানিয়েছেন ভুবি।