মাত্র সাতবছর বয়সেই নৌরি আয়াক্সের ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। তিনি ক্লাবের অ্যাকাডেমিরই ফসল।
হেগ (নেদারল্যান্ডস): কোমায় চলে যাওয়া একদা ‘বিস্ময়বালক’ আবেদলহক নৌরির চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল নেদারল্যান্ডসের নামী ক্লাব আয়াক্স আমস্টারডম।
তিন মরসুম আগে জার্মান ক্লাব ওয়ের্ডের ব্রেমেনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ চলাকালীন সময়ে মাথায় প্রবল আঘাত পান নৌরি। তারপর গত তিনবছর ধরে ওই নামী তরুণ ফুটবলারের টানা চিকিৎসা চলেছে।
প্রায় তিন বছর ধরে কোমায় ছিলেন। কিন্তু তিন দিন আগেই নৌরি চিকিৎসায় সাড়া দিয়েছেন। এমনকি তাঁর আচমকা জ্ঞানও ফেরে। ঠিক এই পরিস্থিতিতে অমানবিক সিদ্ধান্ত নিল আয়াক্স। তারা নৌরির চুক্তি বাতিল করেছে।
সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘নৌরির সঙ্গে আমাদের চুক্তি বাতিল করার বিষয়টি সত্যি।’’
আগামী ১ জুলাই নৌরির সঙ্গেই কায়েস জান হান্টলার এবং রায়ান বাবেলেরও চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাঁদেরও আর চুক্তি পুনর্নবিকরণ হবে না, বলা হয়েছে আয়াক্স ক্লাবের তরফে। বাবেল ও হান্টলার দুইজনই অবশ্য লিভারপুলের প্রাক্তন তারকা ও ডাচ জাতীয় দলের নামী ফুটবলার।
সব থেকে বড় বিষয়, মাত্র সাতবছর বয়সেই নৌরি আয়াক্সের ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। তিনি ক্লাবের অ্যাকাডেমিরই ফসল।
সিনিয়র দলের হয়ে ১৯টি ম্যাচও খেলেছেন। এমনকি তিনি হয়ে উঠেছিলেন আয়াক্সের নামী প্রতিশ্রুতিসম্পন্ন তারকা। তারপরেই জার্মান ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচে মস্তিষ্কে এমন চোট পান যে তাঁর বাঁচার কোনও আশাই ছিল না। এমনকি তাঁর হৃদস্পন্দনও থেমে গিয়েছিল। তারপর আধুনিক চিকিৎসাপদ্ধতিতে তিনি সেরে ওঠেন।
নৌরির চিকিৎসা ভার ক্লাবের তরফে থেকে নেওয়া হবে জানালেও তা নেওয়া হয়নি।
এমনকি বাড়িতে যে তাঁর চিকিৎসা হয়েছে, সেই নিয়েও কোনও খোঁজ নেওয়া হয়নি নামী ক্লাবের তরফে। সেই কারণেই নৌরির পরিবার এবার আয়াক্স ক্লাবের নামে মামলাও করেছে। যে ফুটবলার কোমায় রয়েছেন, তাঁর চুক্তি বাতিল করে আয়াক্স বিশ্ব ফুটবলে এক অত্যন্ত অমানবিক কাজ করল, তাই মনে করছেন তামাম ফুটবল মহল।