ইউরোপেই কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। তাই ইতালি, স্পেন ও ইংল্যান্ডে ইতিমধ্যেই মহামারী ঘোষিত হয়েছে এই রোগ।
লন্ডন: করোনা ভাইরাসের মতো মহামারীজনিত রোগের কারণে যদি ইংলিশ প্রিমিয়ার লিগ জুনের মধ্যে শেষ না করা যায়, তা হলে সেটি এ মরসুমের জন্য বাতিল করে দেওয়া উচিত। এমন কথাই সদম্ভে জানিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ইপিএল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষিত হয়েছে। তারপর পরিস্থিতি বিচার করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সারা বিশ্বেই করোনা ভাইরাসের কারণে খেলার নানা ইভেন্ট স্থগিত ঘোষিত হয়েছে। তার বাইরে নেই ইপিএলও। ইউরোপেই কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। তাই ইতালি, স্পেন ও ইংল্যান্ডে ইতিমধ্যেই মহামারী ঘোষিত হয়েছে এই রোগ।
এখনও পর্যন্ত কোনও আশার রেখা দেখা যায়নি ফের খেলা শুরু করার বিষয়ে। তার মধ্যেই ইউরো ২০২০ এবারের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট কমিটির তরফে জানানো হয়েছে তারা চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক হলেই খেলা শুরু করে দেওয়ার।
সেই কথা মনে রেখেই লিভারপুলের প্রাক্তন তারকা জেমি রেডন্যাপের সঙ্গে ইনস্টাগ্রামে এক কথোপকথনে হ্যারি জানান, ‘‘আমি জানি প্রিমিয়ার লিগ মরসুম শেষ করতে টুর্নামেন্ট কমিটি যথাসাধ্য চেষ্টা করবে এবং তারা সম্ভাব্য প্রতিটি বিকল্পেরও খোঁজ করবে।’’
ইংলিশ অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমি মনে করি, আমাদের চলতি মরসুম দ্রুত শেষ করা উচিত। কারণ অপেক্ষারও একটা সীমা থাকা দরকার। কারণ জুলাই বা আগস্ট মাসে টুর্নামেন্ট পিছিয়ে গেলে তা কারোর পক্ষেই লাভের হবে না। কতোটা আর্থিকভাবে ক্ষতি হবে, সেই সম্পর্কে আমার অবশ্য তেমন ধারণা নেই।’’
ইংল্যান্ডের ফুটবলমহলের ধারণা, বর্তমান সময়ে লকডাউন শেষ হয়ে গেলে তারপর ইপিএলের ম্যাচগুলি ক্লোজড ডোরে হতে পারে। সেক্ষেত্রে দর্শক প্রবেশের কোনও অনুমতি থাকবে না।
সেই প্রসঙ্গে হ্যারির মত, ‘‘ইউরো কাপ ২০২১ সালে হলে, এমনকি বিশ্বকাপ হবে ২০২২ সালে। তা হলে আর মরসুম শেষ হবে কী করে? তাই দ্রুত না টুর্নামেন্ট শেষ করে এর ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে চিন্তায় রয়েছি।’’