লন্ডন : করোনা ভাইরাসের দাপটে সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে বিশেষ প্রভাব ফেলেছে। বহু টুর্নামেন্ট বাতিলই হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে। কী সতর্কতা গ্রহণ করলে তা থেকে মুক্ত থাকা যাবে, সেটি এবার নিজেই একটা ভিডিও ট্যুইট করে সেটি জনসমক্ষে আনলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি জলের কল খুলে সাবান দিয়ে হাত ধুয়ে স্যানিটারি ন্যাপকিন দিয়ে সেটিকে মুছছেন, এই ট্যুইট প্রকাশ্যে আসতেই সেটি অনেকেরই নজর কেড়ে নিয়েছে। অনেকেই ফিফা সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কেন কী কারণে খোদ ফিফা সভাপতিকে এমন বার্তা দিতে হল সেটি যথেষ্টই তাৎপর্যের। বিশ্ব ক্রীড়াঙ্গনেও করোনা ভাইরাসের বিশ্বজনীন প্রভাবে খেলা বাতিল, আবার কোথাও অনির্দিষ্ঠকালের জন্য বাতিলই হয়ে গিয়েছে টুর্নামেন্ট।
কলকাতা ডার্বিও স্থগিত
আই লিগের ফিরতি ডার্বি ১৫ মার্চ রবিবার মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে খেলাটিও বাতিল করে দিতে বাধ্য হল ফেডারেশন। তারা গতকাল পর্যন্ত জানিয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করবে। তাদের সেই প্রস্তাবে সায় ছিল মোহনবাগানের। যদিও শুরু থেকেই ম্যাচ খেলার বিষয়ে বিরোধিতা করে এসেছে ইস্টবেঙ্গল। তাদের দাবি ছিল, এই পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা করলে সমর্থকরাই বঞ্চিত হবেন। তাই করোনা ভাইরাসের প্রভাব কমলে খেলা করা যেতে পারে।
শুধু ডার্বি ম্যাচই নয়, পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত এআইএফএফ কোনও ম্যাচই আই লিগের করাবে না, জানিয়ে দিয়েছে। কেন্দ্র মন্ত্রক থেকে নির্দেশ আসার পরেই তারা ম্যাচ বাতিল করতে বাধ্য হল।
স্থগিত বিশ্বকাপের ম্যাচও
ফিফার কাছে ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিতের আবেদনই করেছে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এই অঞ্চলের বাছাই পর্বের শুরুটা হওয়ার কথা মার্চের শেষ দিকে। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে ফিফাকে চিঠি লিখে ম্যাচ স্থগিতের আবেদন করেছে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনেজুয়েলা। তাদের চিঠি পাওয়ার পরেই ফিফাও জানিয়ে দিয়েছে আপাতত এই সমস্ত ম্যাচই বাতিল।
কনবেমলের দেশগুলো চিঠিতে জানিয়েছে, ভাইরাসের প্রাদুর্ভাব প্রভাব ফেলতে পারে তাদের দলগুলোর ওপর। কারণ ইউরোপিয়ান লিগে খেলে থাকেন অনেক খেলোয়াড়। এই অবস্থায় ঝুঁকি সামলাতে তাদের কোয়ারেন্টাইনে রাখা হলে দেশগুলো খেলতেই পারবে না।
চ্যাম্পিয়ন্স লিগ , ইউরোপা লিগও বানচাল
ইউরোপা লিগে শেষ ষোলোতে রোমা-সেভিয়া ও ইন্টার মিলান-গেতাফে ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল আগেই। করোনাভাইরাসে ভয়াবহ আক্রান্ত দেশ ইতালি। তাই রোমা সিদ্ধান্ত নিয়েছে তারা স্পেন যাবে না। আবার গেতাফেও জানিয়েছে তারা ইতালি যেতে পারবে না। ফলে উপায় না পেয়ে ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।
এমনকি চ্যাম্পিয়ন্স লিগের মতো মেগা ইভেন্টের ম্যাচও বাতিল ঘোষিত হয়েছে। আগামী ১৭ ও ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ ছিল। ২০ মার্চ হওয়ার কথা ছিল ফাইনালের ড্র, সেই অনুষ্ঠানও বাতিল হয়েছে।
ইউরোর দলবদলেও প্রভাব
করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইউরোপে। এরই মধ্যে ঘরোয়া ফুটবল নিষিদ্ধ করে দিয়েছে কয়েকটি দেশ। তার ওপর ভিনদেশিদের প্রবেশ ও ভ্রমণে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে । এ অবস্থায় গ্রীষ্মকালীন দলবদলেও এর প্রভাব পড়তে পারে। এমনকি স্থগিত হয়ে যেতে পারে ইউরো ২০২০! টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ১২ জুন থেকে।
আইপিএলই অনিশ্চিত
ভারতে আইপিএল হবে কিনা সেটিই এখন বিশ বাঁও জলে। প্রথমে হওয়ার কথা ছিল ২৯ মার্চ। তারপরে সেটি হবে শোনা যায় ১৫ এপ্রিল থেকে। কিন্তু শনিবার বিসিসিআই-র আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে পরিস্থিতি দেখে তবেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেরকম হলে এবারের মতো আইপিএল বাতিলই হয়ে যেতে পারে।
ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে সিরিজই। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এই মুহূর্তে তাঁদের ভারতেই থাকতে হবে। কারণ তাঁরা দেশে যেতে পারবেন না। কারণ ভারত সরকার জানিয়েছে ১৫ এপ্রিলের মধ্যে কোনও বিদেশী আসতেও পারবেন না ভারতে, আবার বেরতেও পারবেন না।
এনবিএ লিগও বন্ধ
আমেরিকার বাস্কেটবল লিগের খেলাও স্থগিত করেছে এনবিএ। মূলত লিগের ইউটা জ্যাজের খেলোয়াড় রুডি গোবার্ট করোনাভাইরাস পজিটিভ হওয়ার পরই এমন ঘোষণা দিয়েছে সংস্থাটি।