কলকাতা: ইডেন গার্ডেন্সে অত্যাধুনিক সিএবি ইন্ডোর স্টেডিয়ামের ছবি ট্যুইট করে প্রকাশ্যে আনলেন প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবারই বিকেলে ট্যুইট করে করে প্রমাণ করেছেন তিনি খুব উচ্ছ্বসিত।
এটি তাঁর বিশেষ স্বপ্নের প্রজেক্ট ছিল। কেননা বর্তমান বোর্ড সভাপতি বহুদিন ধরেই চেয়ে এসেছেন ইডেনের বুকে একটি অত্যাধুনিক ও প্রযুক্তির দিক থেকে সেরা একটি ইন্ডোর হল থাকুক। সেটি তিনি করতে পেরে তৃপ্ত।
সৌরভ চেয়েছিলেন আগামী ১৮ মার্চ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ইডেনে তৃতীয় ওয়ান ডে ম্যাচ চলার সময়ই এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক সূচনা করবেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব পরিকল্পনা বাতিল হয়ে যেতেই সম্পূর্ণ স্টেডিয়ামের ছবি তিনিই প্রথম পোস্ট করলেন।
সিএবি-তে আগে ছিল পুরনো ধাঁচের পঙ্কজ গুপ্ত ইন্ডোর স্টেডিয়াম। যেখানে সৌরভও ক্রিকেটার থাকাকালীন সময়ে নিভৃতে প্রস্ততি চালিয়েছিলেন। এবার ওই স্টেডিয়ামটিকেই পুরো খোলনলচে বদলে ফেলা হয়েছে। করা হয়েছে ত্রিতল বিশিষ্ঠ।
আধুনিক স্মার্ট লেন থেকে প্রযুক্তিগতভাবে উন্নত ৩২ স্টেশনের জিমন্যাসিয়াম করা হয়েছে। বোলিং প্যারামিটার আনা হয়েছে, যেখানো বোলার নিজেই বোলিং করে মেশিনে দেখে নিতে পারবেন তাঁর বোলিং একেবারে ব্যকরণভাবে ঠিক আছে কিনা। এমনকি ইডেনেই করা হয়েছে একটি সুইমিং পুল। রয়েছে জাকুচি, সাওনাবাথ।
এই স্টেডিয়ামে রয়েছে মোট চারটি নেট। পৃথক বোলিং মেশিন ছাড়াও ব্যাটসম্যানদের জন্য রয়েছে সাইড নেট ভিডিও। ব্যাটসম্যান ঠিক কোথায় ভুল করছেন, সেগুলি ভিডিওতে ফুটে উঠবে।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া শনিবার জানালেন, এটি এমন এক ব্যতিক্রমী ইন্ডোর স্টেডিয়াম যেখানে একজন ব্যাটসম্যান কিংবা বোলার একা নেটে থাকলেও তার সঙ্গীর কোনও প্রয়োজন হবে না। তিনি একাই মেশিনের সাহায্যে প্র্যাকটিস সারতে পারবে। কারণ ম্যানুয়ালের পাশে মেশিনও থাকছে এই স্টেডিয়ামে।
ক্রিকেট মিউজিয়াম
গত ফেব্রুয়ারিতে শেষ ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করেন সৌরভ। তিনি সেইসময় অখুশি ছিলেন এর কাজ দেখে। তিনি চাইছিলেন দ্রুত কাজটি শেষ করতে। তিনি চেয়েছিলেন গোলাপি বলের টেস্টের সময়ই এটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে। কিন্তু সেটি না হওয়ায় তিনি এবারই ওয়ান ডে-র সময় সকলের সামনে স্টেডিয়ামটিকে আনতে চেয়েছিলেন। যেটি গড়ে তোলা হয়েছে লর্ডসের আদতে। স্টেডিয়ামটি গড়ে তুলতে সিএবি-র মোট খরচ হয়েছে আনুমানিক ২০ কোটি টাকা।
এবার লক্ষ্য স্টেডিয়াম চত্ত্বরেই ক্রিকেট মিউজিয়াম। ইডেনে তৈরি হচ্ছে দেশের প্রথম ক্রিকেট মিউজিয়াম। ইডেনে গাইডেড ট্যুরেরও সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। সারা বছরই ইডেন দর্শন
মিউজিয়ামে থাকবে রোহন কানহাইয়ের ২৫৬, অভিষেকেই ক্যারিবিয়ান পেস সামলে বিশ্বনাথের ঝোড়ো ৫৬ , সোবার্সের অবিস্মরণীয় ক্যাচের বলটি, ভিভিএস লক্ষ্মণের ২৮১ রানের ব্যাট। এমনকি সৌরভ, শচীনের ব্যবহৃত নানা ক্রিকেটীয় সরঞ্জামও। সিএবি-র নতুন সচিব স্নেহাশিস গাঙ্গুলি এখবর জানিয়ে বলেছেন, ‘‘এই মিউজিয়ামে ঘোরার জন্য কোন পয়সা লাগবে না। ইডেনের ইতিহাস বহন করবে এই মিউজিয়াম।”